অস্ট্রেলিয়ার কাছেও হারলো বাংলাদেশের মেয়েরা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৩০, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অস্ট্রেলিয়ার কাছেও হারলো বাংলাদেশের মেয়েরা

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৩
অস্ট্রেলিয়ার কাছেও হারলো বাংলাদেশের মেয়েরা

ডেস্ক নিউজ: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতির প্রথম হাফ সেঞ্চুরির পরও বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি। অস্ট্রেলিয়াকে ১০৮ রানের লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশের মেয়েরা। সেই লক্ষ্য ১০ বল হাতে রেখে ২ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও টানা দুই ম্যাচ হেরে কোণঠাসা লাল-সবুজ জার্সিধারীরা।

সাহারা ওভালে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ১০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারেই অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনিকে (২) তুলে নেন পেসার মারুফা আক্তার। যদিও তাতে খুব বেশি বেগ পেতে হয়নি অজিদের। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন অ্যালিসা হিলি ও মেগ ল্যানিং। ৩৬ বলে ৩৭ রান করে অ্যালিসা হিলে সাজঘরে ফিরলেও মেগ ল্যানিং ৪৯ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন। তাকে সঙ্গ দেন চার নম্বরে নামা অ্যাশলে গার্ডনার। তিনি ২০ বলে ১৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এই দুই ব্যাটারের দৃঢ়তায় ১৮ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে অস্ট্রেলিয়া। বাংলাদেশি বোলারদের মধ্যে মারুফ আক্তার ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।