ওমানকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:০২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ওমানকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

newsup
প্রকাশিত মে ২২, ২০২৩
ওমানকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: হকি জুনিয়র (অনূর্ধ্ব-২১) এশিয়া কাপ শুরু হচ্ছে মঙ্গলবার। উদ্বোধনী দিনেই বাংলাদেশ মাঠে নামছে, প্রতিপক্ষ স্বাগতিক ওমান। এই টুর্নামেন্ট উপলক্ষে প্রায় তিন মাসের দীর্ঘ অনুশীলন করেছেন প্রিন্স লাল সামন্তরা। মামুন উর রশিদের তত্ত্বাবধানে ভারতে ছিল প্রায় তিন সপ্তাহের অনুশীলন। প্রস্তুতি বিবেচনায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার আত্মবিশ্বাস বাংলাদেশের ক্যাম্পে।

সোমবার শেষ দিনের অনুশীলনের পর কোচ মামুন উর রশিদ বলেন, ‘আমরা সালালাহ শহরে এসেছি ১৯ মে। তিনদিন টানা অনুশীলন করলাম। মাঠটা ধীরগতির। অনেক পুরোনো মাঠ। আগে এখানে খেলা হয়নি। কারণ এখনকার পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল না। এই টুর্নামেন্ট সামনে রেখে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ঘাসগুলো অনেক বড়। বল টেনে খেললে স্লো আসে। পুল করতে অনেক বেশি স্ট্রেন্থ দিতে হয়। এটা একটা সমস্যা। তবে আমরা ওমানের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবো। জিতে আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই।’

পুরো প্রস্তুত হয়েই ওমানে পা রেখেছেন প্রিন্স, রকি, আমিরুল, জাহিদ, আবেদরা। তারপরও সতর্ক কোচ, ‘ওমানের বিপক্ষে সবশেষ ফাইনাল ম্যাচটি নিয়ে আমরা অনেক বিশ্লেষণ করেছি। ওমানের শক্তি এবং দুর্বলতা খোঁজার পাশাপাশি নিজেদের শক্তিশালী ও দুর্বল জায়গাগুলো চিহ্নিত করেছি। সেভাবে কাজ করেছি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলবো। মাঠের সমস্যা না হলে আমরা ইনশাআল্লাহ জিতবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।