গাজার খান ইউনিস ঘিরে ফেলার দাবি ইসরায়েলের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:৫১, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

গাজার খান ইউনিস ঘিরে ফেলার দাবি ইসরায়েলের

newsup
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৪
গাজার খান ইউনিস ঘিরে ফেলার দাবি ইসরায়েলের

সাউথ এশিয়া ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার (২৩ জানুয়ারি) দক্ষিণ গাজার
খান ইউনিস শহর ঘেরাও করে ফেলেছে। এই পদক্ষেপকে হামাসকে পরাজিত করার একটি
গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যেই একটি এলাকায় তীব্র লড়াই এবং
বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। সেখানে বেসামরিকরা আশ্রয় নিয়েছিলেন। মার্কিন
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে।

এলাকাটিকে হামাসের খান ইউনিস ব্রিগেডের একটি ‘উল্লেখযোগ্য দুর্গ’ হিসেবে বর্ণনা
করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত ২৪ ঘন্টায় কয়েক ডজন হামাস যোদ্ধাকে
হত্যার দাবি করেছে তারা।

তবে ইসরায়েলি বাহিনীর এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইসরায়েলি সেনারা
সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে অভিযান পরিচালনা করে। আরপিজি, ট্যাংকবিধ্বংসী
ক্ষেপণাস্ত্র ও ভবনে বিস্ফোরক রাখায় জড়িত সন্ত্রাসীদের নিশানা করা হয়।

যুদ্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ও হয়েছে। এসময় শহরটির
হাসপাতালের আশেপাশের এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাদের ঢল নামে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।