লন্ডনে বাংলা সংলাপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে, মেয়র লুৎফুর রহমানসহ বিশিষ্ঠনের শুভেচ্ছা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০৩, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

লন্ডনে বাংলা সংলাপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে, মেয়র লুৎফুর রহমানসহ বিশিষ্ঠনের শুভেচ্ছা

editorbd
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪
লন্ডনে বাংলা সংলাপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে, মেয়র লুৎফুর রহমানসহ বিশিষ্ঠনের শুভেচ্ছা

মির্জা আবুল কাসেম, লন্ডন থেকে :

এ সময়ে টাওয়ার হ্যামলট থেকে প্রকাশিত বাংলা সংবাদ পত্র গুলো এখন কঠিন পথ পারি দিচ্ছে।

কঠিন এ সময়ে যেসব বাংলা পত্রিকা প্রকাশ করে কমিউনিটির সেবা করছে আমরা তাদের কৃতজ্ঞ।

লন্ডনের টাওয়ার হ্যামলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা সংলাপের জন্মদিন ও ১৫ বছরে পদার্পণে পত্রিকার পূর্ব লন্ডনের নিউরোডস্থ কার্যালয়ে স্বাগত জানাতে এসে সংক্ষিপ্ত এক আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য— লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান একথা গুলো বলেন।

সোমবার (১১ নভেম্বর ২০২৪) সন্ধ্যায় লন্ডনে বাংলা সংলাপের কার্যালয়ে আগত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানান- সম্পাদক মোশাইদ আলী।

পরে লন্ডনে বাংলা সংলাপের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কেক কেটে নির্বাহী মেয়র লুৎফুর রহমান আরো বলেন- বাংলা সংলাপের সম্পাদক মোশাইদ আলী এবং তার টিমের প্রতি আমি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, এ সময়ে একটা কঠিন পথ পারি দিচ্ছেন তার টিম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এ মহান পেশাকে প্রবাসে এত কষ্টের মাঝে চালিয়ে যাচ্ছে। সংবাদ পত্রের মাধ্যমে কমিউনিটির সেবা করে যাচ্ছেন। আমি তাদের নিয়ে গর্ববোধ করি।
মেয়র বলেন— এই পাঠক প্রিয় বাংলা সংলাপ প্রবাসে এভাবেই দীর্ঘদিন কমিউনিটিতে সংবাদের মাধ্যমে সেবা করে যাক এ প্রত্যাশা রইলো।

এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডনের নিউহাম কাউন্সিলের সাবেক ডেপুটি স্পিকার বিশিষ্ঠ আইনজীবি, কমিউনিটি ব্যক্তিত্ব – ব্যারিস্টার নাজির আহমদ।

বক্তব্য রাখেন – লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের।

বিশেষ অতিথি মধ্যে আরো বক্তব্য রাখেন টাওয়ারহ্যামলেটস কাউন্সিলের কেভিনেট মেম্বার ও কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, কেভিনেট মেম্বার ও কাউন্সিলর কামরুল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমার দেশ অনলাইনের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের মিডিয়া ও আইটি সেক্রেটারী আব্দুল হান্নান, কিউ নিউজ এর সম্পাদক আব্দুল কাইয়ূম, টপ নিউজের সারয়ার হোসেন।

উপস্থিত থেকে শুভেচ্ছা জানান বাংলা সংলাপের বার্তা সম্পাদক আহমেদ শামীম, সহকারী সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান, নির্বাহী সম্পাদক জাকির হোসেন, ম্যানেজিং এডিটর আনছার মিয়া, বিশেষ প্রতিনিধি সাজু আহমদ ও ডক্টর আনিছুর রহমান, ডা. রেজাউল করিম, বাংলা সংলাপ পাঠক ফোরামের প্রেসিডেন্ট সুফী সুহেল আহমদ, আব্দুর রহিম, জিএসসির ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন আবুল হোসেন, সালেহ আহমদ, এনামুল হক, মহিউদ্দিন পারভেজ, জাহাঙ্গীর সহ আরো অনেকে।

উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্পাদক মোশাইদ আলী বলেন- দীর্ঘ ত্যাগ তিতিক্ষা, সমস্যার পথ পারি দিয়ে বাংলা সংলাপ এই ১৪ বছর পারি দিয়ে ১৫ বছরে হাঁটতে চললো। আগামীতেও বিভিন্ন সমস্যা উত্তরণের মাধ্যমে বাংলা সংলাপ কমিউনিটির মানুষের কথা বলবে, প্রবাসে বাংলা ভাষাভাষির কথা বলবে। এ প্রবাসে পত্রিকাটি সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।