ডেস্ক রিপোর্ট:
সিরিজের প্রথম টেস্টে ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে গতকালকেই প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দিন অবশ্য বেশি স্থায়ী হয়নি ইনিংস। ১০৪ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে গেছে। ৪৬ রানের লিড পাওয়া ভারত তার পর দ্বিতীয় দিনের পুরোটাই ব্যাট হাতে রাজত্ব করে গেছে। দুই ওপেনারের দাপটে বিনা উইকেটে দ্বিতীয় ইনিংসে ১৭২ রান তুলেছে তারা। লিড দাঁড়িয়েছে ২১৮ রানের।
পার্থে এখন চালকের আসনে সফরকারীরাই। গতকাল ১৭ উইকেট পড়লেও এদিন কোনও উইকেটই ফেলতে পারেনি অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করা অজি দল যোগ করতে পারে মাত্র ৩৭ রান। যার কৃতিত্ব পেসার মিচেল স্টার্কের। জশ হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ২৫ রান যোগ করেন তিনি। অবশ্য তাতে ভারতের বিপক্ষে ঘরের মাটিতে সর্বনিম্ন রানের লজ্জা থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে। এটা ছিল তাদের দ্বিতীয় সর্বনিম্ন। ভারতের বিপক্ষে ঘরের মাঠে তাদের সর্বনিম্ন স্কোরটি ৮৩; মেলবোর্নে তারা সেটা করেছিল ১৯৮১ সালে।
দিনের শুরুতেই অ্যালিক্স ক্যারিকে (২১) ফিরিয়ে পাঁচ উইকেট পূরণ করেন ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরা। তাতে এশিয়ার বাইরে ভারতীয় হিসেবে সর্বোচ্চ ৯বার কপিল দেবের ৫ উইকেট শিকারের কীর্তিতে ভাগ বসিয়েছেন তিনি। সব মিলে ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। হর্ষিত রানা ৪৮ রানে নিয়েছেন ৩টি। ২০ রানে দুটি শিকার মোহাম্মদ সিরাজের।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।