৪ টেস্ট জিতে শান্তরা পাচ্ছেন প্রায় ৯ কোটি – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:১৭, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

৪ টেস্ট জিতে শান্তরা পাচ্ছেন প্রায় ৯ কোটি

newsuk
প্রকাশিত মে ১৫, ২০২৫
৪ টেস্ট জিতে শান্তরা পাচ্ছেন প্রায় ৯ কোটি

স্পোর্টস ডেস্ক:

প্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।

বর্ধিত এই প্রাইজমানির কারণে কত বেশি অর্থ পাবে বাংলাদেশ? আগের দুই চক্রের দুটিতেই নবম স্থান ছিল বাংলাদেশ, পেয়েছিল ১ লাখ ডলার করে। তবে ২০২৩–২৫ চক্রে কিছুটা উন্নতি করেছে বাংলাদেশ। এই চক্রে ১২ টেস্ট খেলে ৪ টিতে জিতেছে,৮টি হেরেছে। ৪ টেস্টের তিনটিই আবার বিদেশের মাঠে। এর মধ্যে আছে পাকিস্তানের মাঠে পাকিস্তান ধবলধোলাই করা। বাংলাদেশ এই চক্রে ৯ থেকে উঠে এসেছে ৭ নম্বরে। এই উত্তরণের জন্য এমনিতেই বেশি অর্থ পেত বাংলাদেশ। কিন্তু বর্ধিত প্রাইজমানিতে শান্তরা পেতে যাচ্ছেন, ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যেটা ৮ কোটি ৭৬ লাখ।

সাতে থেকেই বাংলাদেশ যদি এত টাকা পায়, তাহলে চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ দল কত পাবে এবার? বর্ধিত প্রাইজমানিতে চ্যাম্পিয়ন দল পাবে ৩৬ লাখ ডলার বা ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। রানার্সআপ ২১ লাখ ৬০ হাজার ডলার (২৬ কোটি ২৮ লাখ টাকা)। ২০১৯-২১,২০২১-২৩—এই দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১৬ লাখ ডলার। রানার্সআপরা পেয়েছে ৮ লাখ ডলার।

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।