অভিবাসী আটক কেন্দ্র চালুর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার নিউয়ার্কের মেয়র – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৫৪, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

অভিবাসী আটক কেন্দ্র চালুর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার নিউয়ার্কের মেয়র

newsuk
প্রকাশিত মে ১৯, ২০২৫
অভিবাসী আটক কেন্দ্র চালুর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার নিউয়ার্কের মেয়র

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : সপ্তাহজুড়ে আটক কেন্দ্রটি চালুর প্রতিবাদ করছিলেন মেয়র বারাকা। ফেডারেল একটি অভিবাসী আটক কেন্দ্র চালুর প্রতিবাদ করতে গিয়ে শুক্রবার গ্রেপ্তার হয়েছেন নিউ জার্সির নিউয়ার্কের মেয়র রাস বারাকা। এক ফেডারেল প্রসিকিউটরের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন। নিউ জার্সির অন্তর্বর্তী অ্যাটর্নি অ্যালিনা হাব্বা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বারাকা অনুমতি না নিয়ে বেসরকারি অপারেটর জিইও গ্রুপ পরিচালিত আটক কেন্দ্র ডেলানি হলে গিয়েছিলেন। এ ছাড়া আটক কেন্দ্র এলাকা থেকে সরে যেতে হোমল্যান্ড সিকিউরিটি কর্মীদের সতর্কবার্তা উপেক্ষা করেছেন তিনি।

সপ্তাহজুড়ে আটক কেন্দ্রটি চালুর প্রতিবাদ করছিলেন মেয়র বারাকা। তার ভাষ্য, আটক কেন্দ্রটির অপারেটররা যথাযথ অনুমতি পায়নি।এক্সে দেওয়া পোস্টে অ্যাটর্নি হাব্বা জানান, বারাকা আইন অমান্যকে বেছে নিয়েছেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কংগ্রেসের নিউ জার্সির তিন রেপ্রেজেন্টেটিভ রবার্ট মেনেন্দেজ, লামনিকা ম্যাকাইভার ও বনি ওয়াটসন কোলম্যানকে নিয়ে আটক কেন্দ্রটিতে যাওয়ার সময় গ্রেপ্তার হন ডেমোক্র্যাট বারাকা। নিউ জার্সি অ্যালায়েন্স ফর ইমিগ্র্যান্ট জাস্টিসের সঙ্গে যুক্ত অ্যাকটিভিস্ট ভিরি মার্টিনেজের ভাষ্য, ফেডারেল কর্মকর্তারা বারাকার প্রবেশ আটকে দিলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

Manual3 Ad Code

মার্টিনেজ আরও বলেন, ‘এজেন্টরা ভয়ভীতি দেখানো শুরু করে কংগ্রেসউইম্যানদের ধরেন। সে সময় হট্টগোল ও ধাক্কাধাক্কি হচ্ছিল। ‘তারপর অফিসাররা বারাকাকে ঘিরে ধরেন। তারা একজন আয়োজককে মাটিতে ফেলে দেন। তারা বারাকাকে হ্যান্ডকাফ পরিয়ে আনমার্কড (বাহিনীর চিহ্ন না থাকা) একটি গাড়িতে ওঠান।’এ বিষয়ে জানতে মেয়রের কমিউনিকেশন অফিসে মেইল ও ফোন মেসেজ পাঠিয়ে শুক্রবার বিকেল নাগাদ কোনো উত্তর পায়নি সিএনএন।

Manual7 Ad Code

Desk: K

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code