যুক্তরাষ্ট্রে ইসরাইলি গ্রুপের সঙ্গে বৈঠকে সৌদি যুবরাজ!
৩০ মার্চ ২০১৮, ০১:৩৫ অপরাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্কঃ যুক্তরাষ্ট্র সফরকালে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি ডানপন্থি ইহুদি গ্রুপের সঙ্গে বৈঠক করেছেন। ফিলিস্তিনে ইহুদি বসতি নির্মাণে সহযোগিতায় উত্তর আমেরিকাভিত্তিক ইহুদিদের সংগঠন-জেইএনএ বিপুল অঙ্কের অর্থ সহায়তা দিয়ে থাকে।
বৈঠকের তথ্য ফাঁস হওয়া একটি কপিতে দেখা যায় যুবরাজ একই ধরনের আরও দুটি সংগঠন স্ট্যান্ড ফর ইসরাইল-এডিএল ও নর্থ আমেরিকান জিওশ কমিটি-এজেসি এর সঙ্গেও সাক্ষাৎ করেন।
সাম্প্রতিক সময়ে ইসরাইলের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতা বৃদ্ধির ব্যাপারে গুঞ্জন রয়েছে। সৌদি অবশ্য এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেনি। এর মধ্যেই যুবরাজ মোহাম্মদের সঙ্গে নতুন এই বৈঠকের সংবাদ আসল।-আল জাজিরা।