বায়োমেট্রিকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো টাইগার আইটি - BANGLANEWSUS.COM
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বায়োমেট্রিকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো টাইগার আইটি

newsup
প্রকাশিত মার্চ ২৭, ২০২৩
বায়োমেট্রিকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো টাইগার আইটি

ডেস্ক নিউজ: ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন অ্যালগরিদমের জন্য এফভিসি অনগোয়িং স্বীকৃতি লাভ করেছে টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ইতালির ইউনিভার্সিটি অব বোলোনিয়ার বায়োমেট্রিক সিস্টেম ল্যাবরেটরি টিমের মাধ্যমে মর্যাদাপূর্ণ এ মূল্যায়ন করা হয়েছে। যার মাধ্যমে বায়োমেট্রিক টেকনোলজির ক্ষেত্রে অগ্রগামী শক্তি হিসেবে টাইগার আইটির অবস্থানকে সুদৃঢ় করছে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ফিঙ্গারপ্রিন্ট যাচাইকরণের জন্য সব মূল্যায়নে, টাইগার-এফিস, পেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট এক্সট্রাকশন এবং সাদৃশ্য খোঁজার প্রযুক্তি সামগ্রিকভাবে সর্বাধিক নির্ভুল হিসেবে বিবেচিত হয়েছে। মার্চ মাস পর্যন্ত ৮ হাজার ১৮৭টি অ্যালগরিদম মূল্যায়ন করেছে এফভিসি অনগোয়িং। যার মধ্যে টাইগার এফিস প্রথম স্থানে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।