জুড়ীতে বিশ্ব শিশু দিবস উদযাপিত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৪৫, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

জুড়ীতে বিশ্ব শিশু দিবস উদযাপিত

newsup
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫
জুড়ীতে বিশ্ব শিশু দিবস উদযাপিত

Manual6 Ad Code

মাইকেল নংরুম: জুড়ী (মৌলভীবাজার):

Manual5 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা খাসিয়া পুঞ্জিতে আন্তর্জাতিক সংস্থা ”কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ” পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকল্প অফিস প্রাঙ্গণে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রতিভা প্রদর্শনী, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প ফুলতলা (বিডি০৪৩০) প্রকল্পের চেয়ারম্যান সুউইং আমলেনরং এর সভাপতিত্বে ও সমাজকর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে শিশু অধিকার বিষয়ে আলোচনা করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, সমাজকর্মী বন্যা লংডঃ, হিসাবরক্ষক রাজেন রুপসী, শিক্ষিকা আবিদা নংরুম, তারিয়াং খংবঃ, ফায়েনসী পঃকেনটেং সহ অনেকেই। প্রকল্পের ২৭৬ জন উপকারভোগী শিশু প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual1 Ad Code

প্রধান আলোচকের বক্তব্যে সাইফুল ইসলাম সুমন বলেন- শিশু অধিকার রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। শিশুর প্রতি যত্নবান হওয়া, তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করা এবং তাদের ইচ্ছা-আকাঙ্ক্ষাকে মূল্য দেওয়া পরিবারের দায়িত্ব। শিশুশ্রম বা শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং প্রতিবেশী শিশুদের অধিকার রক্ষায় সমাজকে এগিয়ে আসতে হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code