সুরক্ষিত অভিবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৪৫, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

সুরক্ষিত অভিবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র

newsuk
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
সুরক্ষিত অভিবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র

Manual1 Ad Code

নিউইয়র্ক অফিস: যুক্তরাষ্ট্র সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) সুরক্ষিত অভিবাসী গোষ্ঠীর জন্য ওয়ার্ক পারমিট বা ইএডির সর্বোচ্চ মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ১৮ মাসে নামিয়েছে। নতুন নিয়ম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি । এ সিদ্ধান্তের আওতায় আশ্রয়প্রার্থী, শরণার্থী এবং ‘উইথহোল্ডিং অব রিমুভাল’ পাওয়া ব্যক্তিরা প্রভাবিত হবেন। এছাড়া অপেক্ষমাণ অ্যাসাইলাম আবেদনকারী ও গ্রিন কার্ড আবেদনকারীরাও নতুন মেয়াদে পড়বেন। ইউএসসিআইএস জানিয়েছে, সাম্প্রতিক ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার পর নিরাপত্তা
ঝুঁকি বিবেচনায় দ্রুত যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। সংস্থার মতে, ৫ বছরের ব্যবধান নিরাপত্তা যাচাইয়ের জন্য দীর্ঘ হয়ে যায়। অন্যদিকে টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাসধারী (টিপিএস) এবং ‘প্যারোল’ পাওয়া অভিবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ সর্বোচ্চ এক বছরে সীমিত করা হয়েছে। অভিবাসী অধিকার কর্মীরা বলছেন, এই পদক্ষেপে ইউএসসিআইএসের আবেদন ব্যাকলগ আরও বাড়বে এবং মানবিক অভিবাসীদের ওপর চাপ সৃষ্টি করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code