কানাডার সিরিয়ার ওপর চমকপ্রদ পদক্ষেপ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৪৫, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

কানাডার সিরিয়ার ওপর চমকপ্রদ পদক্ষেপ

newsuk
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
কানাডার সিরিয়ার ওপর চমকপ্রদ পদক্ষেপ

Manual1 Ad Code

কানাডা ডেস্ক: কানাডা ঘোষণা করেছে যে, বিশ্বের সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি, বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামকেও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরানো হয়েছে। কানাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপগুলো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিবৃতিতে আরও বলা
হয়েছে, এই সিদ্ধান্ত সিরিয়ার স্থিতিশীলতা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে নেওয়া হয়েছে। কানাডা আশ্বাস দিয়েছে, সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বব্যাপী অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code