কানাডা ডেস্ক: কানাডা ঘোষণা করেছে যে, বিশ্বের সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি, বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামকেও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরানো হয়েছে। কানাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপগুলো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিবৃতিতে আরও বলা
হয়েছে, এই সিদ্ধান্ত সিরিয়ার স্থিতিশীলতা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে নেওয়া হয়েছে। কানাডা আশ্বাস দিয়েছে, সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বব্যাপী অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।