মুম্বাইয়ে একদিনেই নতুন ৩৬৭১ করোনা রোগী শনাক্ত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:৪৫, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মুম্বাইয়ে একদিনেই নতুন ৩৬৭১ করোনা রোগী শনাক্ত

newsup
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২১
মুম্বাইয়ে একদিনেই নতুন ৩৬৭১ করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্কঃ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। ওমিক্রনের প্রভাবে রাজধানী দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন স্থানে ১৪৪ ধারা ও কারফিউ জারি করা হয়েছে। এর মধ্যেই মুম্বাইয়ে গত একদিনেই নতুন করে ৩৬৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রনের উদ্বেগের মধ্যেই মুম্বাইয়ে করোনার সংক্রমণ আবারও খারাপ অবস্থার দিকে যাচ্ছে। গত একদিনে নতুন করে ৩৬৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪৬ শতাংশ বেশি।

গত সপ্তাহের তুলনায় এই সংখ্যাটা ৫ গুণ বেশি। গত শুক্রবার শহরটিতে করোনা রোগী শনাক্ত হয়েছিল ৬৮৩ জন। আর আজ (৩০ ডিসেম্বর) একদিনেই সেই সংখ্যাটা ৩৬৭১ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।