শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কে আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভা অনুষ্ঠিত।গত ২৭শে অক্টোবর সোমবার বিকেলে ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস শহীদ।
 
সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেনের সঞ্চালনায় সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
 
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ২৪শে নভেম্বর সোমবার নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গোল্ডেন প্যালেস মিলনায়তনে।এ উপলক্ষে অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
 
সকলের মতামতের ভিত্তিতে আহ্বায়ক নির্বাচিত হন সোহান আহমেদ টুটুল,যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ দাউদ,সমন্বয়ক শেখ শফিকুর রহমান,যুগ্ম সমন্বয়ক জহুরুল ইসলাম,সদস্য সচিব কাজী রবিউজ্জামান,যুগ্ম সদস্য সচিব গোলাম রব্বানী।
 
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ,নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিলন,সদস্য অধ্যক্ষ সানাউল্লাহ মিয়া,সদস্য হাজী খবির উদ্দীন ভূঁইয়া,শরীফ হোসেন,রুপচান মিয়া প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।