ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, চেষ্টাও করেনি: আইএইএ প্রধান – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৩৪, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, চেষ্টাও করেনি: আইএইএ প্রধান

newsup
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, চেষ্টাও করেনি: আইএইএ প্রধান

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual5 Ad Code

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না এবং অতীতে এমন কোনো প্রচেষ্টা হয়নি।

বুধবার (২৯ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা জানান। গ্রোসি গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেন যে, সংস্থার প্রতিবেদনগুলো আঞ্চলিক সংঘাত—বিশেষ করে ইরান-ইসরায়েল সংঘাতে—ভূমিকা রেখেছে।

২০১৯ সাল থেকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার নেতৃত্বদানকারী গ্রোসি বলেন, রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও আইএইএ-এর সহযোগিতায় ওঠানামা দেখা গেছে। তবু তেহরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)-এর প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Manual4 Ad Code

গ্রোসি বলেন, “আমি আমাদের ইরানি প্রতিপক্ষদের বারবার বলেছি, সহযোগিতা হ্রাস করা সঠিক প্রতিক্রিয়া নয়। কিন্তু আমি মনে করি এটি একটি বুদ্ধিমান পদক্ষেপ যে, তারা স্পষ্ট করে দিয়েছে তারা এনপিটি ত্যাগ করবে না।”

তিনি আরও জানান, জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের কারণে নিরাপত্তার কারণে আইএইএ-এর পরিদর্শন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে পুনরায় সংযোগ স্থাপনের প্রচেষ্টা এখনও চলমান।

Manual2 Ad Code

গ্রোসি বলেন, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ঘন ঘন যোগাযোগ রাখছেন। এছাড়া গত জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি ও মার্কিন হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তিনটি স্থাপনার ক্ষতি অত্যন্ত উল্লেখযোগ্য। এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিয়েছে।”

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code