করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৫০, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


 

করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

ADMIN, USA
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সৌদি আরবের সময় অনুযায়ী মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন ওই ব্যক্তির ছোট ভাই।

করোনায় আক্রান্ত হয়ে মৃত সৌদি প্রবাসী ওই ব্যক্তির নাম মোহাম্মদ হাছান (৩৮)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী দুর্লভপাড়ার লেয়াকত আলীর ছেলে। তার ছোট ভাই মো. হেলাল উদ্দিন মঙ্গলবার বিকেলে এ খবর জানিয়েছেন।

 

পরিবার থেকে জানা গেছে, মোহাম্মদ হাছান মদিনা তাইবা মার্কেটে বোরকার দোকানে চাকরি করতো। গত ১৯ মার্চ তিনি হার্টের সমস্যা, সর্দি-কাশি-জ্বর নিয়ে সৌদি আরবের মদিনার একটি হাসপাতালে ভর্তি হন। তিনদিন পর করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে সৌদি সরকার তাকে হাসপাতালে আইসোলেশনে রাখে। এ অবস্থায় পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।