ডেস্ক রিপোর্ট, ইউএসঃ সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজকে (৮৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ সোমবার এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, পিত্তাশয়ের প্রদাহের কারণে ৮৪ বছর বয়সী বাদশা সালমান বিন আব্দুলআজিজকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বাদশাকে। তবে এর বেশি কিছু খবরে বলা হয় নি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।