ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন সে দেশে তৈরি সবগুলো টিকাই কার্যকর। গত সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক তাদের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর বলে ঘোষণা দেয়। সেই ধারাবাহিকতায় এবার রাশিয়াও তাদের টিক নিরাপদ বলে দাবি করলো। পুতিন বলেছেন, রাশিয়ায় ইতোমধ্যে দুটি নিবন্ধিত টিকা রয়েছে। গবেষণা নিশ্চিত করেছে, টিকাগুলো ব্যবহারের পর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আর সব কটি টিকাই নিরাপদ। এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়ার শিগগিরই করোনাভাইরাসের তৃতীয় টিকার নিবন্ধন দেবে। এ ছাড়া এ বিষয়ে মস্কো অন্যান্য দেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। এ প্রক্রিয়াকে রাজনৈতিকীকরণ না করারও আহ্বান জানিয়েছেন তিনি। গত আগস্টে ‘স্পুটনিক-৫’নামে করোনাভাইরাসের প্রথম নিবন্ধিত টিকার ঘোষণা দিয়েছিলেন পুতিন। অক্টোবরের মাঝামাঝি এপিভ্যাককরোনা নামেও আরেকটি টিকার ঘোষণা দেওয়া হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।