মার্কেলের অফিস গেটে গাড়ির ধাক্কা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৪৪, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
মার্কেলের অফিস গেটে গাড়ির ধাক্কা

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সরকারি অফিসের গেটে গাড়ি দিয়ে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। দুটি স্লোগান লেখা একটি প্রাইভেট কার বুধবার আকস্মিক নিরাপত্তা বাহিনীর ঘেরাও ভেদ করে বার্লিনে মার্কেলের অফিসের গেটে আঘাত করে।

একটি স্লোগানে লেখা ছিল ‘বিশ্বায়নের রাজনীতি বন্ধ কর’, অন্যটিতে লেখা ছিল ‘শিশু ও বৃদ্ধ মানুষের হত্যাকারীদের প্রতি ঘৃণা’। গাড়ির আঘাতে অফিসের গেট ক্ষতিগ্রস্ত হয়।

 

ঘটনার পরপর গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। হামলাকারীর উদ্দেশ্য কী, তদন্ত করে দেখা হচ্ছে। আলজাজিরা, রয়টার্স।

সরকারের মুখপাত্র স্টেফেন সেইবার্ট জানিয়েছেন, চ্যান্সেলর মার্কেল, সরকারি সদস্য এবং চ্যান্সেলারি অফিসে কর্মরতরা কখনও বিপদের মুখে ছিলেন না। অবশ্য হামলার সময় মার্কেল অফিসে ছিলেন কি না, তা স্পষ্ট করা হয়নি। ঘটনার পর আটক ৫১ বছর বয়সী চালককে হুইলচেয়ারে করে সরিয়ে নেয় পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।