ট্রাম্প জানালেন, জয়ের সার্টিফায়েড হলে হোয়াইট হাউজ ছাড়বেন ট্রাম্প - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৪২, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ট্রাম্প জানালেন, জয়ের সার্টিফায়েড হলে হোয়াইট হাউজ ছাড়বেন ট্রাম্প

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
ট্রাম্প জানালেন, জয়ের সার্টিফায়েড হলে হোয়াইট হাউজ ছাড়বেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় সার্টিফায়েড হলে হোয়াইট হাউজ ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইলেক্টোরাল কলেজ যদি ৩ নভেম্বরের নির্বাচনে বিজয়ী হিসেবে জো বাইডেনকে সত্যায়িত করে তাহলে তিনি হোয়াইট হাউজ ছেড়ে যাবেন। বাইডেনের জয় সার্টিফায়েড হলে হোয়াইট হাউজ ছাড়ার কথা বললেও এদিনও নির্বাচনে বড় ধরনের জালিয়াতির অভিযোগ করেন ট্রাম্প। তবে নিজের এমন অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে হোয়াইট হাউজের পক্ষ থেকে আন্তরিক সাড়া পাওয়া গেছে। নিজের সম্ভাব্য মন্ত্রিসভার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নাম ঘোষণা করেছেন বাইডেন। বাইডেন বলেন, এটি ধীরগতির সূচনা। তবে কাজ তো হচ্ছে। আরও দুই মাস বাকি আছে। কাজের গতির ব্যাপারে আমি আশাবাদী।‌‌

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হয়। বেসরকারি হিসাবে এবারের নির্বাচনে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।