ট্রাম্পের সমর্থকেরা অর্থ ফেরত চাইছেন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৩৯, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্রকাশিত নভেম্বর ২৯, ২০২০
ট্রাম্পের সমর্থকেরা অর্থ ফেরত চাইছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক: নির্বাচনে জালিয়াতির অভিযোগ সামনে নিয়ে আসতে ও এ সংক্রান্ত বিচার কাজ চালাতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২৫ লাখ ডলার অনুদান দিয়েছিলেন তার এক সমর্থক। তবে ফলাফলকে হতাশাজনক উল্লেখ করে এখন সে অর্থ ফেরত চাইছেন তিনি। এরইমধ্যে ট্রাম্পপন্থী একটি ‘নির্বাচনি নৈতিকতা’বিষয়ক গ্রুপ ট্রু দ্য ভোট-এর বিরুদ্ধে হাউস্টনের আদালতে মামলাও করেছেন ফ্রেডরিক এশেলমান নামের ওই ব্যবসায়ী। নর্থ ক্যারোলিনাভিত্তিক ব্যবসায়ী ফ্রেডরিক। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলার পর তা তদন্তের জন্য ট্রু দ্য ভোটকে অনুদান দেন তিনি। কথা ছিল, এ গ্রুপটি সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যে সম্ভাব্য অেবৈধ ব্যালটিং ও জালিয়াতি নিয়ে তদন্ত করবে। এসব রাজ্যের আদালতে মামলা করারও কথা ছির টেক্সাসভিত্তিক এ গ্রুপটির। ফেডরিকের দাবি, তারা সে প্রতিশ্রুতি রাখেনি। ট্রু দ্য ভোট এরইমধ্যে তাদের আইনি পদক্ষেপ থেকে সরে এসেছে। হাল ছেড়ে দিয়েছে তারা। এমনকি এখন সে গ্রুপটি তার প্রশ্নের ব্যাখ্যাও দিতে রাজি নয়। এমন অবস্থায় অনুদান ফেরত চেয়ে হাউস্টনের আদালতের শরণাপন্ন হয়েছেন ফ্রেডরিক।গ্রুপটি আরও জানিয়েছে, তারা জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে মামলা প্রত্যাহার করে নিয়েছে। চারটি অঙ্গরাজ্যের সবগুলোতেই বাইডেন জয় পেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।