ইতালি প্রতিনিধি :
বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন ত্রেভিজো এর তত্ত্বাবধানে প্রতিষ্টিত বাংলা স্কুলের শিক্ষার্থীদের হাতে কনস্যুলেট মিলান সরকারি পাঠ্যবই বিতরণ করেন।

ইতালির মিলান থেকে নাজমুল হোসেন জানান, রবিবার বিকাল তিন ঘটিকায় স্থানীয় বাংলা স্কুলের অস্থায়ী ভাবে প্রতিষ্টিত বিদ্যালয়ের কক্ষে মিলান কন্স্যুলেট এর কনসাল জেনারেল ইকবাল আহমেদ,কনসাল শামসুল আহসান ও ভাইস কনসাল রফিকুল করিম কে স্কুলের পক্ষ থেকে বরণ করে নেন স্কুলের শিক্ষিকাবৃন্দ। সেই সময় শিক্ষার্থীদের কণ্ঠে শুদ্ধ ভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।

এসোশিয়েশনের সভাপতি ওবায়দুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তন্ময় এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে পরিদর্শন করেন কমুনে দি ত্রেভিজো এর ক্রীড়া ও শিক্ষা কমিশনার সিলভিয়া নিজেত্ব,ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সারওয়ার ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, কোষাদক্ষ কামরুজ্জামান সোহাগ,প্রধান উপদেষ্টা হাওলাদার আমিনুল ইসলাম পান্না,সিনিয়র উপদেষ্টা সামির হোসেন বাবু,উপদেষ্টা আফজাল হোসেন,আব্দুল হাকিম,সিরাজুল হক ,মাস্টার রিপন ,সাইফুল ইসলাম ,মিজানুর রহমান ,আক্তার হোসেন,সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক,প্রচার সম্পাদক সাইফুর রহমান শাহীন, সহ সভাপতি জাহাঙ্গীর, সহ সাংস্কৃতিক সম্পাদক ইশা আমিন,ধর্ম সম্পাদক তাহমিনা হক ,মহিলা সম্পাদিকা লাইলী আক্তার ,আজিজা খানম,সহ সাংস্কৃতিক,আয়েশা তানি,অহিদুল ইসলাম মাসুদ ,আইয়ুব আলী,গাজী মিজান ,হুমায়ন কবির ,জি এম মাসুম ,খন্দকার ফরিদ ,বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা আজিজা খানম,সহকারী শিক্ষিকা লাইলী আক্তার ,তাহমিনা হক ,আইয়ুব আলী ,কম্পিউটার শিক্ষক নাজমুল হক , মিডব্যান্ড এক্টিভিটিভস টিচারা দিভিয়া হক প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।