নিজস্ব সংবাদদাতা রোয়াংছড়ি:
বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় বান্দরবান ইউনিট রোয়াংছড়ি উপজেলায় আয়োজনের ডিজিটাল পদ্ধতিতে গৃহীত কর্মসূচীর এগিয়ে নিতে সিনিয়র পাড়া কর্মীদের মধ্যে ট্যাব বিতরণ ও “আমার শিশু ঘরে থাকে ঘরে শেখে” কার্যক্রম বিষয়ক মাঠ সংগঠক ও সহকারী প্রকল্প ব্যবস্থাপকদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা ওয়াগয় পাড়ায় পাড়া কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা প্রকল্পের ব্যবস্থাপক থুইসাচিং মারমা এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কর্মসূচী কর্মকর্তা (স্বাস্থ্য ও পুষ্টি) বিদ্যুৎ শংকর ত্রিপুরা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, প্রোগ্রাম অফিসার (শিক্ষা ও প্রশিক্ষণ) দুকুল মনি চাকমা, ট্রেনিং ইনস্ট্রাক্টর) চৌম্রাচিং মারমা, অংসিং মারমা ও নিরন্ত তঞ্চঙ্গ্যা, সহকারী প্রকল্প ব্যবস্থাপক ও মাঠ সংগঠকরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।