‘গাঙকুমারী’ চলচ্চিত্রে গীতিকার ইশতিয়াক রুপু’র গান

Daily Ajker Sylhet

১৯ জানু ২০২১, ০১:১৬ অপরাহ্ণ


‘গাঙকুমারী’ চলচ্চিত্রে গীতিকার ইশতিয়াক রুপু’র গান

বিশেষ প্রতিনিধি: নিউইয়র্ক অভিবাসী জনপ্রিয় লেখক ও গীতিকার ইশতিয়াক রূপুর লেখা গান প্রথম বারের মত সিনেমার জন্য গাইলেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী ঐশী ফাতিমা তুয যাহরা। সরকারি অনুদানপ্রাপ্ত নির্মাণাধীন চলচ্চিত্র ‘গাঙকুমারী’ তে এই গানটি শোনা যাবে। কাহিনী ও চিত্রনাট্যকার সাধনা আহমেদ। পরিচালক ফজলুল কবীর তুহিন।একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নকে সঙ্গী করে জাতীয় অনুদানে ছবিটি নির্মিত হচ্ছে।হাওড়ের প্রান্তিক মানুষের জীবন যাপনচিত্র, দখলদারিত্ব, ক্ষমতার দ্বন্দ্ব, একটি মেয়ের সাহসিকতা, প্রেম, অসহায়ত্ব, এবং জয়ী হয়ে ওঠার ভ্রমণ ছবিটির বাঁকে বাঁকে উঠে আসবে।গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছে প্রখ্যাত সুরকার মাকসুদ জামিল মিন্টু।
উল্লেখ্য ‘ রুপান্তরের গল্প’ খ্যাত ইশতিয়াক রুপু’র লেখা গান দেশের বেশ কয়েকজন স্বনামধন্য শিল্পী ইতোমধ্যে গেয়েছেন।
আখ্যান এবং জীবনধর্মী লেখায় ইশতিয়াক রুপু দেশে বিদেশে বেশ সুনাম কুড়িয়েছেন।
তাঁর লেখা গানের একটি পাণ্ডুলিপি সহ কয়েকটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।