একসঙ্গে বেশি পণ্য কেনাও বাজার অস্থিরতার জন্য দায়ী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:০১, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


 

একসঙ্গে বেশি পণ্য কেনাও বাজার অস্থিরতার জন্য দায়ী

newsup
প্রকাশিত মার্চ ২৭, ২০২৩
একসঙ্গে বেশি পণ্য কেনাও বাজার অস্থিরতার জন্য দায়ী

ডেস্ক নিউজ: সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বারবার জানাচ্ছেন, চলতি রমজানে দেশে কোনও ধরনের নিত্যপণ্যের সংকটের কোনও শঙ্কা নেই। তাই একসঙ্গে বেশি পণ্য কেনার প্রয়োজন নেই। পণ্যের কোনও ঘাটতি নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু বাস্তবের চিত্র ভিন্ন। কে শুনছে কার কথা! যাদের সামর্থ্য রয়েছে তারা মরিয়া হয়ে ভোগ্যপণ্য কিনেছেন, এখনও কিনছেন। ফলে রোজার শুরুতেই নিত্যপণ্যের বাজার অস্থির হওয়ার পেছনে ক্রেতাদের এমন আচরণকেও দায়ী করা হচ্ছে।

বাজার মনিটরিংয়ের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, অনেকেই যদি একসঙ্গে এক মাসের বাজার করেন, তাহলে বাজারের স্বাভাবিক সরবরাহে ব্যাঘাত ঘটে। ৩০ দিনের পণ্য একদিনে কিনলে বাকি ২৯ দিন ওই সব পণ্যের সরবরাহ ঠিকমতো জোগান দেওয়া যায় না। সরবরাহে বিপত্তি ঘটে। চাহিদার সঙ্গে সরবরাহের সামঞ্জস্য না থাকলে পণ্যের দামে প্রভাব পড়ে। সেই প্রভাব সবসময়ই নেতিবাচক। কারণ, চাহিদার তুলনায় সরবরাহ বেশি হলে পণ্যের দাম কমে যায়। এতে বিক্রেতা বা উৎপাদনকারী ক্ষতিগ্রস্ত হয়। আবার চাহিদার তুলনায় সরবরাহ কমে গেলে পণ্যের দাম বাড়ে। এতে ক্রেতা ক্ষতির মুখোমুখি হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।