ওয়ারেন, মিশিগানঃ উত্তর আমেরিকার বৃহত্তম ইসলামি দাওয়া সংগঠন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা’র (মুনা) দুদিনব্যাপী শিক্ষা ও প্রশিক্ষন মুলক কর্মশালা আজ ১৮ অক্টোবর শনিবার বাদ জোহর থেকে ইসলামিক সেন্টার অব ওয়ারেনে শুরু হয়েছে। কর্মশালায় স্থানীয়, জোনাল নেতৃবৃন্দ ছাড়া ও উপস্থিত রয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন।
মুনা নর্থ জোনের ব্যবস্থাপনায় আয়োজিত দুদিনব্যাপী কর্মশালার উদ্ভোদনী অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুনার সিনিয়র সদস্য হাবিবুর রহমান এবং কোরানের দারস পেশ করেন কেন্দ্রীয় দাওয়া এবং ফেইথ বিভাগের পরিচালক আহমদ আবু ওবায়দা। মুনার নর্থ জোনের বিভিন্ন চ্যাপ্টার ও সাব চেপ্টারের কর্মী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক জনশক্তি এই কর্মশালায় অংশ গ্রহণ করছেন বলে জানা গেছে। কর্মশালায় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা খাইরুল হাসান রফিক, ওয়ালিউর রহমান, শাহেদুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, তৈয়ব আল বারী, কোরবান চৌধুরী, মাওলানা আতাউর রহমান খান এবং ইমাম শায়েখ আব্দুল লতিফ আজম প্রমুখ।
নর্থ জোনের সভাপতি নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার বিভিন্ন পর্বের পরিচালনার দায়িত্বে রয়েছেন নর্থ জোনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।