যুক্তরাজ্যের বার্মিংহামে সিরাজম মুনীরা জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্বোধন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৪২, ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্রকাশিত জুন ৬, ২০১৭
যুক্তরাজ্যের বার্মিংহামে সিরাজম মুনীরা জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্বোধন

রাজু আহমেদ ঃ বার্মিংহামে উদ্বোধন করা হয়েছে সিরাজম মুনীরা জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার নামে নতুন একটি মসজিদ ও ইসলামি প্রতিষ্টান। গত ২১ মে স্মলহীথের পার্শ্ববর্তী ইয়ার্ডলীর ফ্রান্সিস রোডে অবস্থিত এই প্রতিষ্টানটি বাংলাদেশ থেকে এসে আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন প্রখ্যাত আলেম আল্লামা হযরত ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এসের ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় এক আলোচনা ও মিলাদ মাহফিলের। কমিউনিটির বিভিন্ন স্থরের মানুষের উপস্থিতিতে খানকায়ে লতিফিয়া ইউকের খাদিম সুফি ক্বারী আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে,আলহাজ হাফিজ সাব্বির আহমদ ও মাওলানা আবুল হাসানের যৌথ পরিচালনায় ওয়াজ ও মিরাদ মাহফিলেও প্রধান অতিথি হিেেসবে উপস্থিত ছিলেন আল্লামা হযরত ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। এসময় তিনি প্রবাসের বুকে পীর ও মুর্শিদদের দিক নির্দেশনায় আল্লাহ ও তার রাসুলের সকল আদর্শ মেনে চলার বিষয়ে গুরুত্বর্পুণ বক্তব্য রাখেন। ওয়াজ মাহফিলের শুরুতে নাশিদ পরিবেশন করেন আহলে মোহাব্বাহ শিল্পী গোষ্ঠীর শিল্পী ক্বারী গোলাম মাহফুজ ও মোঃ হানিফ উদ্দিন। এসময় অন্যানদের মধ্যে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান,স্কুল অব এক্সিলেন্সের ভাইস প্রিন্সিপাল মাওলানা গোফরান আহমদ চৌধুরী ফুলতলী,বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমদ,কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব আবুল হোসেন চৌধুরী সাত্তার মিয়া,আলহাজ মৌলভী মকবুল আলী, আকসব্রিজ জামে মসজিদের ইমাম হাফিয মাওলানা করিমুল ইসলাম,মাওলানা রফিক আহমদ,মাওলানা হুছামুদ্দীন আল হোমায়দী,আলহাজ্ব এমদাদ হোসেন,মো. খুরশিদুল হক প্রমূখ ছাড়াও উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের পাঁচ পরিচালক মাহবুবুর রহমান চৌধুরী রুহেল,আলহাজ্ব নানু মিয়া, আলহাজ হাফিজ সাব্বির আহমদ,আলহাজ জসিম উদ্দিন, ও মাওলানা আবুল হাসান। উল্লেখ্য এখন থেকে সিরাজম মুনীরা জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাত ছাড়াও রমজান মাসে তারাবীর নামাজ পড়ানো হবে। এছাড়া ভবিষ্যতে অন্যান্য সার্ভিসও চালু করা হবে বলে জানান এর পরিচালকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।