ড্রোন মডেল!

Daily Ajker Sylhet

২৮ ফেব্রু ২০১৮, ০৯:৫৫ পূর্বাহ্ণ


ড্রোন মডেল!

বিমানবন্দরের রানওয়েতে চলে আকাশচারী যান। ফ্যাশন শোর রানওয়েতেও যে চলে, ডলসে অ্যান্ড গ্যাবানা তা-ই দেখাল। রোববারে ইতালির মিলান ফ্যাশন উইকে এক শোতে ইতালীয় এই ফ্যাশন ব্র্যান্ডের মানব মডেলদের অনুসরণ করে অন্তত ৮টি ড্রোন ‘মডেল’। ড্রোনগুলোর সঙ্গে ছিল হাতব্যাগ।
রানওয়ে ধরে উড়ে এসে থমকে দাঁড়িয়ে ব্যাগগুলো সবাইকে দেখার সুযোগ করে দিয়েছে এই ড্রোনগুলো। ঠিক মডেলরা করে—যেন দর্শকসারির প্রশংসা শুনতে চায়। আর রানওয়েতে উড়তে হলে সাজটাও তো তেমন হওয়া চাই। ড্রোনগুলোর বেলায় নকল পাথর বসানো হয়েছিল।
মানুষের ফ্যাশন শোর সঙ্গে ড্রোনগুলো খাপ খাইয়ে নিলেও মানুষ এখনো ঠিক অভ্যস্ত হতে পারেনি। দর্শকদের উদ্দেশে বারবার সব ওয়াই-ফাই যন্ত্র বন্ধের ঘোষণা দেওয়া হলেও শো শুরু করতে ৪৫ মিনিট দেরি হয়ে যায়।
ফ্যাশন শোতে ড্রোনের ব্যবহারে ডলসে অ্যান্ড গ্যাবানা প্রথম না। ২০১৫ সালে পোশাক প্রস্তুতকারী ‘বেটাব্র্যান্ড’ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ড্রোনের মাধ্যমে পোশাকের প্রদর্শনী করেছিল। সে যা-ই হোক, ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন জিকিউ দোলসে অ্যান্ড গ্যাবানার এই উদ্যোগকে ঠিক স্বাগত জানাতে পারেনি। কড়া সুরে বলেছে, ‘সত্যি? তোমরা তোমাদের পথে থাকো, আমরা আমাদেরটায় থাকব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।