আফ্রিকা থেকে ফিরিয়ে আনা হয় টিলারসনকে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৫১, ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

আফ্রিকা থেকে ফিরিয়ে আনা হয় টিলারসনকে

প্রকাশিত মার্চ ১৩, ২০১৮
আফ্রিকা থেকে ফিরিয়ে আনা হয় টিলারসনকে

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে বরখাস্তের আগে তাকে আফ্রিকা থেকে ফিরিয়ে আনা হয়। গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প টিলারসনকে পদত্যাগ করতে বলেছিলেন। তখন টিলারসন আফ্রিকা সফরে ছিলেন। খবর ওয়াশিংটন পোস্ট ও আলজাজিরার।

Manual7 Ad Code

খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প টিলারসনকে পদত্যাগ করতে বলার পর তিনি আফ্রিকা সফর সংক্ষেপ করেন। সোমবার টিলারসন দেশে ফেরেন।

এদিকে মঙ্গলবার রেক্স টিলারসনকে সরিয়ে দেয়ার কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। টিলারসনের জায়গায় সিআইএ পরিচালক মাইক পম্পেওকে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়ার কথা জানান ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পরিচালনার দায়িত্ব দিয়েছেন গিনা হ্যাসপেলকে।

Manual1 Ad Code

মঙ্গলবার এক টুইটে ট্রাম্প লিখেছেন, সিআইএ ডিরেক্টর মাইক পম্পেও আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী হবেন। তিনি চমৎকার কাজ করবেন। রেক্স টিলারসনকে তার কাজের জন্য ধন্যবাদ। গিনা হ্যাসপেল হবেন সিআইএর নতুন ডিরেক্টর এবং এই পদে তিনিই হচ্ছেন প্রথম নারী। সবাইকে অভিনন্দন!

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code