স্পোর্টস ডেস্ক :টি ২০ ফর্ম্যাটে ভারতের সবচেয়ে ধারাবাহিক পারফরমার কে এল রাহুল। ১৩ ম্যাচে ৪৭.৬০ গড়ে তার সংগ্রহ ৪৩৬ রান। এরপরও ভারতের প্রথম একাদশে তার জায়গা এখনো পাকা হয়নি। গতকাল নিদাহাস টি ২০ ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন।
Manual2 Ad Code
ব্যাটিং করতে নেমে বেশ ভালোই খেলছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যেভাবে আউট হলেন তা খুবই অস্বস্তিকর। শ্রীলঙ্কাকে হারাতে ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাহুল যেভাবে আউট হলেন, তার আগে টি ২০ তে আর কোনো ভারতীয় ব্যাটসম্যান এভাবে আউট হননি। ১৭ বলে ১৮ রানে আউট হয়ে নিজের নাম একটা অবাঞ্ছিত রেকর্ডের তালিকায় তুলে ফেললেন রাহুল। তিনি হিট উইকেট আউট হন।
দশম ওভারের শেষ বলে জীবন মেন্ডিসের বল স্পিন করে ভেতরে ঢুকেছিল। রাহুল সেই বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে শট খেলে রান নিতে দৌড়ন। কিন্তু ওই শট খেলতে গিয়ে ক্রিজের অনেকটা ভেতরে চলে যান তিনি। তার পা স্ট্যাম্পে লেগে বেল পড়ে যায়। প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।
Manual5 Ad Code
উল্লেখ্য, টেস্টে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে হিট উইকেট আউট হয়েছিলেন লাল অমরনাথ। একদিনের ক্রিকেটে নয়ন মোঙ্গিয়া।