পুলিশ সুপার আম চাষী ও ব্যাবসায়ীদের মতবিনিময়

Daily Ajker Sylhet

১৮ মে ২০২০, ১১:৩১ অপরাহ্ণ


পুলিশ সুপার আম চাষী ও ব্যাবসায়ীদের মতবিনিময়

তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ):
বৈশ্বিক করোনা ভাইরসের মধ্যেও সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহারে আম বাজারজাত করনে পুলিশ সুপারের সাথে আমাচাষী ও ব্যাবসায়ীদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় আমব্যাবসায়ী সমিতির সভাপতি শ্রী কার্তিক সাহার সভাপতিত্বে উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। তিনি তার বক্তব্যে বলেন এবারে নওগাঁ জেলা হতে প্রায় ১হাজার কোটি টাকার আমবাণিজ্যের সম্ভাবনা রয়েছে। এই সংঙ্কটময় মহুর্তেও তিনি সাপাহারের আম দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদে পৌঁছানোর বিষয়ে আমচাষী ও ব্যাবসায়ীদের সহায়তা প্রদানে আশস্ত করেন। এসময় অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল হাসান, পতœীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম সাপাহার সার্কেল বিনয় কুমার প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।