ঘোড়াঘাটে মাল্টা চাষ করে  স্বাবলম্বী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:১৬, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ঘোড়াঘাটে মাল্টা চাষ করে  স্বাবলম্বী

ADMIN, USA
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২০
ঘোড়াঘাটে মাল্টা চাষ করে  স্বাবলম্বী

 

মনোরঞ্জন মোহন্ত, ঘোড়াঘাট (দিনাজপুর) :

দিনাজপুরের ঘোড়াঘাটে রাণীগঞ্জ কশিগাড়ি আফসারাবাদ কলোনির  আজিম খান মাল্টা চাষ করে স্বাবলম্বী হয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট আজিম খান এন জি ও হীড  বাংলাদেশ এর সহযোগিতায় কশিগাড়ি  আফসারাবাদ  মৌজায়  দু ‘ বিঘা জমির  উপর দিনাজপুর হর্টিকালচার নার্সারি থেকে ২ শ’ টি মাল্টা  চারা সংগ্রহ  করে নিজ জমিতে  রোপন করেন। প্রতিটি গাছে ফল ধরেছে। সরেজমিন দেখা গেছে, গাছ ভর্তি সবুজ মাল্টা। বাগান পরিচর্যায় ব্যস্ত  সময় পার করছেন আজিম খান। তিনি বলেন, মানবদেহে ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক বা সার ব্যবহার করা হয় না। ভেষজ কীটনাশক তৈরি করে পোকামাকড় দোমন করা হয়। ঠিক ভাবে পরিচর্যা করা হলে প্রতিটি গাছে ১৫০ থেকে ২৫০ টি পর্যন্ত ফল ধরে। আজিম খানের বাগানের সুস্বাদ  সবুজ মাল্টা গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট রাণীগঞ্জ ফলের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে।  ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার বলেন, উপজেলায় প্রদর্শনী হিসেবে ২০ টি বাগানে সবুজ মাল্টা চাষ শুরু হয়েছে। ফলসও হচ্ছে ভালো।সামনের দিনে মাল্টার আবাদ আরও বাড়বে বলে আশা করছি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।