অরুণাচল সীমান্তে চীনের নতুন ৩টি গ্রাম! – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:২৬, ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

অরুণাচল সীমান্তে চীনের নতুন ৩টি গ্রাম!

প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২০
অরুণাচল সীমান্তে চীনের নতুন ৩টি গ্রাম!

Manual7 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: পূর্ব লাদাখে সংঘাতের আবহ না কাটতেই চীনের সঙ্গে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে ভারতের। বিভিন্ন সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, অরুণাচল সীমান্তের খুব কাছে নতুন করে অন্তত তিনটি গ্রাম নির্মাণ করেছে চীন।

Manual6 Ad Code

এ বিষয়ে এখনও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য না করলেও, বিষয়টির ওপর নজর রয়েছে বলে জানিয়েছে তারা।

Manual4 Ad Code

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারত, চীন, ভুটান- তিন দেশের সীমান্তে অবস্থিত বুম লা গিরিপথের জংশনে সীমান্তের মাত্র ৫ কিলোমিটার দূরে নিজেদের ভূখণ্ডে গত এক বছরে অন্তত তিনটি গ্রাম তৈরি করেছে চীন।

ডোকালাম থেকে মাত্র ৭ কিলোমিটারের মধ্যে এ গ্রামগুলোর স্যাটেলাইট চিত্র পাওয়া গেছে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে।

Manual4 Ad Code

ওই চিত্রে দেখা যায়, এ বছরের ১৭ ফেব্রুয়ারি একটি মাত্র গ্রাম ছিল। তাতে ২০টি কাঠামো ছিল। ২৮ নভেম্বরের আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, আরও অন্তত ৩টি এনক্লেভ তৈরি হয়েছে।

Manual4 Ad Code

অর্থাৎ এই গ্রামগুলো ১৭ ফেব্রুয়ারি থেকে ২৮ নভেম্বরের মধ্যে নির্মাণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিটি এনক্লেভে কাঠের তৈরি প্রায় ৫০টি কাঠামো বা বাড়ি রয়েছে। ১ কিলোমিটারের দূরত্বে তৈরি নতুন এই ৩টি গ্রামের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলোও পাকা, পিচের তৈরি।

গ্রামগুলোতে অন্য এলাকা থেকে বাসিন্দাদের নিয়ে আসা হয়েছে বলেও দাবি করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code