বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙ্গার প্রতিবাদে কেন্দুয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমাবেশ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০৫, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙ্গার প্রতিবাদে কেন্দুয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমাবেশ

প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙ্গার প্রতিবাদে কেন্দুয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমাবেশ

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

রফিকুল ইসলাম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ

Manual5 Ad Code

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য ভাঙ্গার প্রতিবাদে শনিবার কেন্দুয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এ স্লোগানকে সামনে তুলে ধরে সমাবেশে সভাপতিত্ব করেন ইউএনও মোঃ মইন উদ্দিন খন্দকার। কেন্দুয়া জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভার শুরুতেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁিড়য়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ভাস্কর্য্য ভাঙ্গার প্রতিবাদ তীব্র নিন্দা জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ভূঞা, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হক ও উপসহকারী ভূমি কর্মকর্তা গোলাম কাদের চন্দন প্রমুখ। সমাবেশে সহকারী কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসান সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code