করোনার ভেক্সিন গ্রহন ৬ মন্ত্রীর – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:০৫, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২১
করোনার ভেক্সিন গ্রহন ৬ মন্ত্রীর

নিউজ ডেস্কঃ সারাদেশে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম একযোগে শুরু হয়েছে।রোববার, ৭ ফেব্রুয়ারি সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট কেন্দ্রের এক নম্বর বুথ থেকে টিকা গ্রহন করলেন ৬ মন্ত্রী। সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে সারাদেশের কেন্দ্রগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এরপর তিনি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট কেন্দ্রের এক নম্বর বুথে গিয়ে তিনি টিকা নেন।

একই বুথে টিকা নেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, বনমন্ত্রী শাহাবউদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মন্ত্রীদের টিকা দেন হাসপাতালের সিনিয়র নার্স আরজিনা। টিকা নেয়ার পর মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, করোনা টিকা নিয়ে আর কোন সন্দেহ বা সংশয় নেই। করোনা থেকে বাঁচতে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।