ট্রাম্পের ক্যাম্পেইনে নেই মেলানিয়া, কোথায় আছেন সাবেক ফার্স্ট লেডি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:২৫, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ট্রাম্পের ক্যাম্পেইনে নেই মেলানিয়া, কোথায় আছেন সাবেক ফার্স্ট লেডি

newsup
প্রকাশিত মার্চ ৩১, ২০২৪
ট্রাম্পের ক্যাম্পেইনে নেই মেলানিয়া, কোথায় আছেন সাবেক ফার্স্ট লেডি

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে ট্রাম্পের পক্ষে প্রচারণায় দেখা যাচ্ছে না প্রাক্তন ফার্স্ট লেডিকে। এ নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই এবার বিষয়টির খোঁজখবর নিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

ট্রাম্পের প্রচারণার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রচারে মেলানিয়ার ভূমিকা থাকবে, তবে বিস্তারিত জানা যায়নি। তাছাড়া অদূর ভবিষ্যতে যে খুব জোরেশোরে প্রচারণা চালাবেন তেমন কোনো ইঙ্গিতও নেই। তবে তিনি নিজের ইচ্ছায় প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিতে পারেন।

সিএনএন বলছে, ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি কী করতে চান এবং কীভাবে তিনি নিজেকে উপস্থাপন করেন, সে ব্যাপারে তিনি অত্যন্ত সিলেক্টিভ ও সিস্টেমেটিক। সেই সঙ্গে তিনি (মেলানিয়া) এসব ব্যাপারে খুব সিদ্ধান্তমূলক এবং জানেন যে, তাদের অনেক উদ্দেশ্যমূলক ও অপ্রত্যাশিত পরিণতি রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রাক্তন ফার্স্ট লেডি তার স্বামীর পুনঃনির্বাচনের প্রচারণায় দুটি ক্ষেত্রে প্রকাশ্যে উপস্থিত হয়েছেন: ২০২২ সালের নভেম্বরে ট্রাম্পের প্রচারাভিযানের শুরুতে এবং গত সপ্তাহে ফ্লোরিডায় প্রেসিডেন্ট পদে প্রাথমিক নির্বাচনে ভোট দেওয়ার সময়।

এদিকে ট্রাম্প বলেছেন, তিনি তার স্ত্রীর অবস্থানকে ঘিরে থাকা রহস্যের মধ্যে সৌন্দর্য দেখেছেন। তিনি বলেছেন, তিনি (মেলানিয়া) ‘আত্মদর্শী’ এবং ‘আত্মবিশ্বাসী’।

মেলানিয়া কোথায় ছিলেন?

মেলানিয়াকে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা গেছে, তার স্বামীর সঙ্গে মার-এ-লার্গোতে গল্ফ ইভেন্টের মতো ব্যক্তিগত ইভেন্টে কিংবা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে তার স্বামীর সাক্ষাতের পরে ডিনারে।

মেলানিয়া তার মায়ের সাম্প্রতিক মৃত্যুতে শোকাহত। মায়ের মৃত্যুর পর তার বাবাকে সময় দিচ্ছেন। এ ছাড়া ছেলে ব্যারনের খোঁজখবরও নিতে হয় তাকে। ১৮ বছর বয়সি ব্যারন কলেজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

মেলানিয়ার সাবেক চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম সিএনএনকে বলেন, ‘মেলানিয়া বলেছেন, ‘জিল বাইডেনের (বর্তমান ফার্স্ট লেডি) মতো আমার ট্রাম্পের পাশে দাঁড়ানোর দরকার নেই; বিষয়টা এমন যেন- তিনি জো বাইডেনকে ধরে রেখেছেন।’

মেলানিয়া আরও বলেন, ‘তিনি হিলারি ক্লিনটনের মতোও, ‘আপনার লোকের পাশে দাঁড়ানো’ খুব বেশি কিছু করতে যাচ্ছেন না।’

মেলানিয়ার অনুপস্থিতির বিষয়টি তার স্বামীর মাধ্যমেও অনেকটা সুস্পষ্ট হয়েছে, যিনি তাকে শিগগিরই প্রচারাভিযানে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

‘তিনি আমাদের দেশকে খুব ভালোবাসেন,’ ডোনাল্ড ট্রাম্প সেপ্টেম্বরে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন। ‘উপযুক্ত সময়ে তিনি সেখানে থাকবেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।