মার্কিনিদের সংখ্যাগরিষ্ঠ মত ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে: রয়টার্সের জরিপ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১৮, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মার্কিনিদের সংখ্যাগরিষ্ঠ মত ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে: রয়টার্সের জরিপ

newsuk
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫
মার্কিনিদের সংখ্যাগরিষ্ঠ মত ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে: রয়টার্সের জরিপ

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : অধিকাংশ মার্কিনিই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তাঁদের ৫৮ শতাংশ চান, জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স/ইপসোসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইতিমধ্যে শহরের উপকণ্ঠের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।প্রতিবেদনে বলা হয়েছে, এই জরিপে ৩৩ শতাংশ মার্কিনি ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করেছেন। আর ৯ শতাংশ মানুষ এই জরিপে কোনো উত্তর দেননি। তাঁরা কেউই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বা বিপক্ষে নন। ছয় দিন ধরে চালানো জরিপ গত সোমবার শেষ হয়। এখানে একটি দলীয় বিভাজন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটসদের ৭৮ শতাংশ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের ৪১ শতাংশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ ৫৩ শতাংশ রিপাবলিকান চান না, জাতিসংঘের সব দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বন্ধুদেশ। তারা যুক্তরাষ্ট্রের ওপর অনেকাংশেই নির্ভরশীল। কারণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিবছর বিলিয়ন ডলারের সামরিক ও আন্তর্জাতিক কূটনৈতিক সহায়তা পেয়ে থাকে ইসরায়েল। কিন্তু এই জরিপে দেখা গেছে, ইসরায়েলের প্রতি মার্কিনিদের সমর্থন কমে গেছে। এটি তাদের জন্য বেশ উদ্বেগজনক হতে পারে। কারণ ইসরায়েলকে যে শুধু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে মোকাবিলা করতে হবে তা-ই নয়, তার আঞ্চলিক চিরশত্রু ইরানেরও মুখোমুখি হতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code