যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২১, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫
যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। এছাড়া তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধু তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

ড. ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। দল হিসেবে তারা বৈধ, তবে তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। প্রয়োজন হলে যে কোনো সময়ে তাদের কার্যক্রম পুনরায় সচল করা যেতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনই ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে। কারণ তারা নির্বাচন আয়োজন করছে। সুতরাং এটি তাদের দায়িত্ব, বলেন তিনি।

Manual7 Ad Code

ড. ইউনূস আরও বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। তারা সাধারণ ভোটারের মতো ভোট দিতে পারবে। তবে ভোটে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না।

তিনি দলটির বিরুদ্ধে মন্তব্য করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করে, কিন্তু তারা রাজনৈতিক দলের মতো আচরণ করেনি। তারা মানুষ হত্যা করেছে এবং কোনো দায় স্বীকার করেনি। বরং সব সময় অন্যকে দোষারোপ করেছে।

Manual8 Ad Code

২৯ সেপ্টেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে ড. ইউনূস জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code