যুক্তরাষ্ট্রের মিশিগানের গির্জায় হামলা,নিহত-৪ আহত-৮ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:০০, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

যুক্তরাষ্ট্রের মিশিগানের গির্জায় হামলা,নিহত-৪ আহত-৮

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫
যুক্তরাষ্ট্রের মিশিগানের গির্জায় হামলা,নিহত-৪ আহত-৮

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual8 Ad Code

 

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে এক গির্জার ভেতর ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে অনুষ্ঠিতব্য প্রার্থনার (‘মাস’) আগে চালানো এ হামলায় চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।

Manual3 Ad Code

চোখধাঁধানো বেপরোয়া কায়দায় গাড়ি চালিয়ে গির্জার ভেতরে প্রবেশ করে হামলাকারী। এরপর অ্যাসল্ট রাইফেল হাতে নির্বিচারে গুলি চালাতে থাকে সে। গুলি চালানো শেষে ভবনটিতে অগ্নিসংযোগ করে চলে যায়। এতে গির্জার ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। জন্ম ও বেড়ে ওঠা মিশিগানের বার্টন শহরে। তিনি ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখায় কর্মরত ছিলেন এবং সে সময় ইরাকেও অবস্থান করেছেন।

Manual7 Ad Code

প্রাথমিকভাবে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করলেও পরে ভেতরে আরও দু’জনের দেহ পাওয়া যায়। আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্র্যান্ড ব্ল্যাংক শহরের পুলিশপ্রধান উইলিয়াম রেনি জানান, হামলার খবর পাওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে যান। তাদের গুলিতেই গির্জার পার্কিং লটে নিহত হয় স্যানফোর্ড। তবে কী কারণে এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। হামলাকারীর বাসা ও ফোন রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Manual5 Ad Code

উল্লেখ্য, এই ঘটনার মাত্র ১৪ ঘণ্টা আগে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরের একটি পানশালায় বন্দুক হামলা হয়। সেখানে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code