ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে সিলেট জাসদ ছাত্রলীগ নেতা মুনির তপন জুয়েলের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে গত ২৬ সেপ্টেম্বর এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন কওে সংগঠনটি। যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি মনসুর আহমদ চৌধুরী, আবুল ফজল লিটন, জোতিময় দত্ত নিপু, শাহনুূর কোরেশী প্রমুখ। সভায় বক্তারা জাসদ ছাত্রলীগ নেতা মুনির তপন জুয়েলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।্এসময় তারা কর্নেল তাহের হত্যাকান্ডের বিচার দাবি করেন।সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাসানুল হক ইনু, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম সহ আটককৃত সকল রাজবন্দীর মুক্তি দাবি করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।