ভাড়া কমলো নিউইয়র্ক সিটির ৮ এলাকায় – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২০, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ভাড়া কমলো নিউইয়র্ক সিটির ৮ এলাকায়

newsuk
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫
ভাড়া কমলো নিউইয়র্ক সিটির ৮ এলাকায়

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্ক সিটির ভাড়া সাধারণভাবে বেড়েই চলেছে। তবে এ বছর আটটি এলাকায় ভাড়ার হার উল্টো কিছুটা কমেছে বলে জানিয়েছে রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম স্ট্রিটইজি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় শহরের ভাড়ার জন্য ফ্ল্যাটের সরবরাহ প্রায় ৯ শতাংশ কমেছে। জানা গেছে, ব্রুকলিনের ডাম্বো ও ইস্ট নিউইয়র্ক, ম্যানহাটনের ব্যাটারি পার্ক সিটি ও রুজভেল্ট আইল্যান্ড, কুইন্সের জ্যামাইকা, ব্রংক্সের মট হেভেন এবং ব্রুকলিনের আরও কয়েকটি এলাকায় ভাড়া কমেছে। সবচেয়ে বেশি হ্রাস দেখা গেছে ব্রুকলিনের ডাম্বো এলাকায়, যেখানে ভাড়া কমেছে ৮ শতাংশের বেশি। অন্যদিকে সামগ্রিক চিত্র সম্পূর্ণ ভিন্ন। শহরজুড়ে ভাড়ার মধ্যম হার গত বছরের তুলনায় ৭.৪ শতাংশ বেড়ে মাসিক গড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০ ডলার। ম্যানহাটনে এই বৃদ্ধি সবচেয়ে বেশি—৯.৬ শতাংশ। ব্রুকলিনে ৬.৯ শতাংশ এবং কুইন্সে ৭.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, নির্দিষ্ট কয়েকটি এলাকায় ভাড়া কমলেও সরবরাহ সংকটের কারণে সামগ্রিকভাবে ভাড়াটিয়াদের ওপর চাপ আগের চেয়ে আরও বেড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code