স্থায়ী বসবাসের নিয়মে কড়াকড়ি করছে যুক্তরাজ্য – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১৮, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

স্থায়ী বসবাসের নিয়মে কড়াকড়ি করছে যুক্তরাজ্য

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫
স্থায়ী বসবাসের নিয়মে কড়াকড়ি করছে যুক্তরাজ্য

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

অভিবাসী নিয়ন্ত্রণে এবার স্থায়ী বসবাস বা পার্মানেন্ট রেসিডেন্সির নিয়মে কঠোরতা আনার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। আবেদনকারীদের এবার সমাজ ও অর্থনীতিতে তাদের অবদান প্রমাণ করতে হবে। সেই সাথে ইংরেজি ভাষারও দক্ষতা থাকবে হবে।

Manual5 Ad Code

দেশটিতে স্থায়ী হতে আগ্রহী অভিবাসীদের একটি চাকরি থাকতে হবে, কোনো ধরনের ভাতা দাবি করা যাবে না ও তাদেরকে কমিউনিটি সেবামূলক কাজ করতে হবে।

Manual7 Ad Code

স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) লেবার পার্টির সম্মেলনে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ প্রস্তাব তুলে ধরবেন।

Manual8 Ad Code

ব্রিটেনে বর্তমানে বেশিরভাগ অভিবাসী পাঁচ বছর দেশটিতে থাকার পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইনের (আইএলআর) জন্য আবেদন করতে পারেন। তবে নতুন নিয়মে সামাজিক নিরাপত্তা খাতে অবদান রাখা, কোনো ফৌজদারি অপরাধে জড়িত না থাকা এবং সরকারি সুবিধা দাবি না করার শর্ত যুক্ত হতে পারে। সেই সাথে আবেদনকারীদের উচ্চমানের ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে এবং স্বেচ্ছাসেবামূলক কাজের রেকর্ড দেখাতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ জানাবেন, এ প্রস্তাবগুলো নিয়ে চলতি বছরের শেষ নাগাদ একটি পরামর্শ প্রক্রিয়া শুরু হবে।

এদিকে বিশ্লেষকরা বলছেন, কট্টর অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের জনপ্রিয়তা মোকাবিলায় লেবার পার্টির এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে সম্প্রতি প্রস্তাব করেছে, স্থায়ী বসবাসের সুযোগ বাতিল করে তার পরিবর্তে পাঁচ বছরের নবায়নযোগ্য কাজের ভিসা চালু করা উচিত।

Manual5 Ad Code

এদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার বলেন, রিফর্ম ইউকের গণ-নির্বাসন নীতি ‘বর্ণবাদী’ এবং এটি দেশকে বিভক্ত করে দেবে। তথ্যসূত্র : রয়টার্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code