আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপে যাওয়ার চেষ্টায় লিবিয়ায় আটকে পড়া ৩১০ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শুক্রবার সকালে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি চার্টার্ড ফ্লাইটে তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফেরানো সম্ভব হয়। এতে সহায়তা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফেরত আসা এই বাংলাদেশিদের বেশিরভাগই মানবপাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন তারা। তাদের অনেকেই লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন।
বিমানবন্দরে ফেরত আসা প্রবাসীদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইওএম এর কর্মকর্তারা। অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে নিজেদের কঠিন অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফেরত আসা প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আইওএম এর পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেক প্রবাসীকে ভ্রমণ ভাতা, খাবার এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার বিভিন্ন বন্দিশিবিরে আটক থাকা অন্য বাংলাদেশিদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দূতাবাস, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম একযোগে কাজ করে যাচ্ছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।