জাল টাকা দিয়ে কেনাকাটা করে কৃষকদল নেতা আটক – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:২৫, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

জাল টাকা দিয়ে কেনাকাটা করে কৃষকদল নেতা আটক

newsup
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৫
জাল টাকা দিয়ে কেনাকাটা করে কৃষকদল নেতা আটক

Manual8 Ad Code

নোয়াখালী প্রতিনিধি

Manual2 Ad Code

নোয়াখালীর সুবর্ণচরে জাল টাকাসহ মো. নুর আলম নামে এক কৃষকদল নেতাকে আটক করা হয়েছে। পরে উদ্ধার হওয়া ২৪ হাজার টাকার জাল নোটসহ তাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ব্যবসায়ীরা।

শুক্রবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজার থেকে তাকে আটক করা হয়।

Manual8 Ad Code

নুর আলম সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের বাসিন্দা। তিনি একই ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে এক বান্ডিল জাল টাকা নিয়ে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজারের যান কৃষকদল নেতা নুর আলম। সেখানে তিনি একটি মুদিদোকান থেকে সুজি কিনে এক হাজার টাকার একটি নোট দেন নুর আলম।

Manual7 Ad Code

দোকানদারের কাছ থেকে অবশিষ্ট টাকা ফেরত নিয়ে তিনি দ্রুত চলে যান। দোকানদার সন্দেহবশত এক হাজার টাকার নোটটি পরীক্ষা করে দেখেন, এটি জাল। এরপর তিনি আশপাশের দোকানিদের বিষয়টি জানান।

এসময় দোকানিরা জড়ো হয়ে বাজারের একটি রাস্তা থেকে নুর আলমকে আটক করলে তিনি জাল নোট দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

তার কাছে আরও ২৩ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ নুর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা নেওয় হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকালে আদালতে পাঠানো হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code