রাজু আহমেদ ঃ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাহাত্তরতম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা এবং তাঁর সুসাস্থ্য কামনা করে দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে গত ১৬ অগাষ্ট বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের একটি রেষ্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস শাখার আহবায়ক রফিকুর রহমান রফুর সভাপতিত্বে ও সদস্য সচিব মজনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী,বার্মিংহাম বিএনপির সাধারণ সম্পাদক আবজার হোসেইন,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ ফয়ছল ও আওলাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মুজিব চৌধুরী,বার্মিংহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক ছমির আলী,বার্মিংহাম জাসাসের সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বিল্লাহ, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,যুববিষয়ক সম্পাদক কবির আহমেদ,বার্মিংহাম ওয়েস্ট মিডলেন্ড জাসাস এর, বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মোস্তফা লিমন প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানা বিএনপি নেতা আমিরুল রশিদ চৌধুরী, বার্মিংহাম সিটি যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কয়ছর আলী সাহিন,বার্মিংহাম যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সৈয়দ রোফন আলী,ঈদন আলী,আব্দুল লতিফ,মোর্শেদ আহমেদ,মাসুদ আহমেদ,ফয়েজ আহমদ,আব্দুল আজিজ,বাবুল মিয়া,যুবদল নেতা আমিনুর রহমান শাহীন,আব্দুল হামিদ আয়না,মাহমুদ আলমসহ বিএনপির নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির প্রচার সম্পাদক সানোয়ার আহমেদ দুরুদ। আলোচনা সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপড় বর্তমান আওয়ামি সরকার কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেবার দাবী জানান। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিতও হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।