১৭ সেপ্টেম্বর বার্মিংহামে হবিগঞ্জ সোসাইটি‘র মিলন মেলা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৫২, ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

১৭ সেপ্টেম্বর বার্মিংহামে হবিগঞ্জ সোসাইটি‘র মিলন মেলা

প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৭
১৭ সেপ্টেম্বর বার্মিংহামে হবিগঞ্জ সোসাইটি‘র মিলন মেলা

Manual8 Ad Code

রাজু আহমেদ ঃ বৃটেনসহ বিভিন্ন দেশে বসবাস করা প্রবাসী হবিগঞ্জবাসীদের উপস্থিতিতে আগামী ১৭ সেপ্টেম্বর রোববার বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন হবিগঞ্জ সোসাইটি ইউকে‘র মিলন মেলা-২০১৭। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই মিলন মেলাকে সফল করতে কমিউনিটির সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করে হবিগঞ্জ সোসাইটি ইউকে‘র উদ্যোগে গত ১১ সেপ্টেম্বর বার্মিংহামের স্মলহীথের এমটি ক্যাটারিং এর হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামের বাংলা মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মী ও কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক এম এ মুনতাকীম। এসময় তিনি হবিগঞ্জবাসীর এই মিলন মেলাকে সফর করতে সাংবাদকর্মী ও কমিউনিটির নেতৃবৃন্দের কাছে অতীতের মত সর্বাত্বক সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সোসাইটি ইউকে‘র সভাপতি রানা মিয়া চৌধুরী,শমসেদ বখত চৌধুরী,জিয়া তালুকদার,আবু হায়দার চৌধুরী সুইট,আব্দুল বাছিত চৌধুরী অপু,রহমত আলী,সোহেল আহমদ চৌধুরী,মোহাম্মদ মারুফ,জয়নাল ইসলাম,আমিরুল ইসলাম বেরাল,কাউসারুল ইসলাম সুমন,সৈয়দ নাসির আহমেদ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code