স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফির টানা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ত্রাণকর্তা রূপে দেখা দিলেন মুশফিকুর রহিম। তুলে নিলেন টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি। কিন্তু তার ৫৪ বলে ৮ চার ১ ছক্কায় অপরাজিত ৭২ রানের এই লড়াই আজ বৃথাই গেল। মি. ডিপেন্ডেবলকে সঙ্গ দিতে পারলেন না কেউ। বাকী ব্যাটসম্যানরা কেউই ত্রিশের ঘরে পা দিতে পারেননি। রোহিত শর্মার ভারতের কাছে ১৭ রানে হেরে ফাইনালে ওঠার লড়াই থেকে কার্যত ছিটকে গেল মাহমুদ উল্লাহ রিয়াদের দল।
১৭৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলটি বাউন্ডারির বাইরে পাঠিয়ে রানের খাতা খোলেন তামিম ইকবাল। কিন্তু এরপর আর বেশিদুর এগতে পারেনি। শেষ হাল ধরে মুশফিক। দুর্দান্ত এক ইনিংস খেলেও শেষ রক্ষা করতে পারলনা মুশি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।