আমিরাতের সাথে সহজ জয় পেলো বাংলাদেশের মেয়েরা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৩, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

আমিরাতের সাথে সহজ জয় পেলো বাংলাদেশের মেয়েরা

newsuk
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৫
আমিরাতের সাথে সহজ জয় পেলো বাংলাদেশের মেয়েরা

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : বাছাইয়ে মাঠে নামার আগে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও সহজ জয় পেয়েছে। গত বৃহস্পতিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় প্রীতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল সহজেই হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। প্রথমার্ধে দুটি ও দ্বিতীয় একটি গোল করে সাইফুল বারী টিটুর দল জিতেছে ৩-০ ব্যবধানে। বাংলাদেশ প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে হারিয়েছিল ২-০ গোলে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতির। অন্য গোলটি আলপি আক্তারের। সিরিয়ার বিপক্ষে দুটি গোলই করেছিলেন আলপি। এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডানের বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর চীনে অনুষ্ঠিত্য অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code