ডেস্ক রিপোর্ট : নির্দিষ্ট সাময়িক কৃষিশ্রমিকদের আবেদন দাখিল প্রক্রিয়া সহজ করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। নতুন নিয়ম ২ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। নতুন নিয়মের ফলে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে এইচ-২এ সাময়িক কৃষিশ্রমিমকদের আবেদন প্রক্রিয়া করার সুযোগ পাবে। আর শ্রম বিভাগ নিশ্চিত করবে যে ওই শ্রমিকদের নিয়োগ করা হলে আমেরিকান শ্রমিকদের জন্য ক্ষতি হবে না।
ইউএসসিআইএস মুখপাত্র ম্যাথু ট্রাগেসের বলেন, ‘এই পরিবর্তনের ফলে ইউএসসিআইএস আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আমেরিকান চাষিদের সহায়তা করবে। একইসাথে তারা যাচাই-বাছাই করে বিদেশি শ্রমিকদের সুযোগ দেবে। অভিবাসীরা যদি বৈধপথে আমেরিকায় কাজের সুযোগ পায়, তবে তা আমেরিকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কল্যাণমূলক হবে। তাছাড়া আইনের শাসনের প্রতি জনসাধারণের আস্থা বাড়বে, বিদেশি শ্রমিকরাও সুবিধা পাবে।’
২ অক্টোবর থেকে যোগ্য আবেদনকারীরা সদ্য প্রকাশিত ফরম আই-১২৯এইচ২এ ইলেক্ট্রনিকভাবে দাখিল করতে পারবে। আবেদনকারীদেরকে প্রাথমিক দাখিলে ডিওএলের ইস্যু করা ইটিএ কেস নম্বর উল্লেখ করতে হবে। এর ফলে ইউএসসিআইএস সাথে সাথে আবেদনপত্রগুলো নিয়ে কাজ শুরু করে দিতে পারবে।
নতুনভাবে তৈরি করা সহজ করা ফর্ম আই-১২৯-এর সংস্করণটি, যার নাম ফর্ম আই-১২৯এইচ২এ, (অ-অভিবাসী কর্মীর জন্য আবেদন : এইচ-২এ শ্রেণীবিভাগ), কেবলমাত্র একটি ইউএসসিআইএস অনলাইন অ্যাকাউন্টে পূরণ করা পিডিএফ আপলোড করার মাধ্যমে অনলাইনে দাখিল করা যাবে। কাগজে দাখিল করা যেকোনো ফর্ম আই-১২৯এইচ২এ আবেদন ইউএসসিআইএস বাতিল করে দেবে।
ডিএইচএস জানিয়েছে, বর্তমানে আমরা শুধুমাত্র সেই আবেদনকারীদের জন্য ফর্ম আই-১২৯এইচ২এ গ্রহণ করছি, যারা ফর্ম জি-২৮ ছাড়াই অনামাঙ্কিত সুবিধাভোগীর জন্য আবেদন করছেন। আগামী সপ্তাহগুলোতে আমরা নাম-সংবলিত সুবিধাভোগীর জন্য আবেদনকারী বা ফর্ম জি-২৮সহ দাখিলকারী এইচ-২এ আবেদনকারীদের জন্যও ফর্ম আই-১২৯এইচ২এ-এর ব্যবহার সহজলভ্য করব।
যে আবেদনকারীরা কাগজে তাদের এইচ-২এ আবেদন দাখিল করতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, এবং তাদের অবশ্যই ফর্ম আই-১২৯, (অ-অভিবাসী কর্মীর জন্য আবেদন) ব্যবহার চালিয়ে যেতে হবে। এই নিয়মের প্রক্রিয়াগত পরিবর্তনটি নাম-সংবলিত সুবিধাভোগীর জন্য এইচ-২এ আবেদনকারীদের বা কাগজে আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই আবেদনকারীদের অবশ্যই ডিওএলের টিএলসি আবেদন অনুমোদনের পরই ইউএসসিআইএসের কাছে তাদের আবেদনপত্র জমা দেওয়া চালিয়ে যেতে হবে।