ডেস্ক রিপোর্ট : সাময়িক বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা কার্যক্রম। তবে এবারের প্রক্রিয়ায় যোগ করা হয়েছে বেশ কিছু নতুন শর্ত ও কঠোর নিয়ম, যা বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র মিগনন হিউস্টন এক বিবৃতিতে জানিয়েছেন, ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি সতর্ক করে বলেন, কোনো শিক্ষার্থী যদি ভিসার অপব্যবহার করে, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা পড়াশোনার নামে অন্য উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, তবে তা কোনোভাবেই সহ্য করা হবে না।
হিউস্টন আরও বলেন, “ভিসা শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশের টিকিট নয়, এটি আচরণ, উদ্দেশ্য ও সৎ প্রয়াসের প্রতীক। শিক্ষার্থীরা যেন পড়াশোনার জন্য আসে, শেখে এবং ফিরে যায়, আমরা সেটাই চাই। ক্যাম্পাসে নিরাপত্তা ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব।”উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, দেশবিরোধী মনোভাবসম্পন্ন শিক্ষার্থী ঠেকানো এবং নিরাপত্তাজনিত ঝুঁকি কমানোই ছিল সেই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
গবেষণা সংস্থা ‘ওপেন ডোর্স’-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ২১০টিরও বেশি দেশ থেকে ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন।বিশ্লেষকদের মতে, নতুন শর্ত ও নজরদারি ব্যবস্থার ফলে এবার ভিসা প্রক্রিয়ায় নিরাপত্তা জোরদার হলেও শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ বা গবেষণা প্রকল্পে যুক্ত হতে চান, তাদের জন্য এই নতুন বিধিনিষেধ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
শিক্ষাবিদরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা বিশ্বজুড়ে আকর্ষণীয় হলেও নতুন নিয়ম ও জটিল প্রক্রিয়া অনেকের জন্য নিরুৎসাহের কারণ হতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র প্রশাসন বলছে— এই পদক্ষেপ মূলত শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সৎ উদ্দেশ্য নিশ্চিত করতেই নেওয়া হয়েছে।পেশাজীবী ও অভিভাবকদের মতেও, শিক্ষার্থীদের উচিত নতুন নিয়ম মেনে চলা, কারণ সঠিক নথিপত্র ও স্বচ্ছ উদ্দেশ্য থাকলে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।